Home » » এমিরেটসের ফ্লাইটে বোমাতঙ্ক

এমিরেটসের ফ্লাইটে বোমাতঙ্ক


দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনন্সের একটি ফ্লাইটে বোমা পেতে রাখার হুমকিকে কেন্দ্র করে গতকাল রোববার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুলস্থুল পড়ে যায়।

রাত আটটার দিকে অবতরণের পর পর বিমানটিকে টেনে নিরাপদ দূরত্বে নিয়ে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। যাত্রীদেরও নিরাপদে নামিয়ে আনা হয়। এ সময় বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়। কিন্তু বিমানটিতে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় সুলতান মিয়া (৩৫) নামের এক যাত্রীকে আটক করা হয়। তাঁর বাড়ি মৌলভীবাজারে। প্রায় দেড় বছর পর তিনি দেশে ফিরছিলেন।
বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সূত্র জানায়, দুবাই থেকে আসা সুলতান অতিরিক্ত মদ পান করেছিলেন। বিমানটি আকাশে থাকা অবস্থায় তিনি এক কেবিন ক্রুর কাছে সিগারেট চান। সিগারেট দিতে না চাইলে ওই যাত্রী উত্তেজিত হয়ে তাঁর কাছে বোমা আছে এবং তিনি এর বিস্ফোরণ ঘটাবেন বলে হুমকি দেন। কেবিন ক্রু বিষয়টি পাইলটকে জানান। পাইলট তা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারকে জানান। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে রাখে। বিমানটি অবতরণের পরপরই হুমকিদাতাকে বিমান থেকে আটক করে পুলিশ।
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. shateebd.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger