Home » » ব্যাথা কমাতে সাহায্য করে এক কাপ কফি : নতুন সমীক্ষা

ব্যাথা কমাতে সাহায্য করে এক কাপ কফি : নতুন সমীক্ষা


৭ সেপ্টেম্বর  (রেডিও তেহরান) : এক নাগাড়ে কম্পিউটারের সামনে বসে কাজ করলে ঘাড়, হাত, কব্জি এবং পিঠে ব্যথা হতে পারে। কিন্তু সকালের নাস্তার সময় এক কাপ কফি খেলে এ ধরণের ব্যথার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব।
নতুন এক গবেষণা সমীক্ষায় কফির বেদনানাশক এ গুণের কথা উঠে এসেছে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল এ সমীক্ষা চালিয়েছেন।
গবেষক দলটি দেখতে পেয়েছেন, এক নাগাড়ে ৯০ মিনিট ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করলে  ঘাড়, হাত, কব্জি এবং পিঠে ব্যথা হতে পারে। কিন্তু কাজের শুরুতে সমীক্ষায় অংশগ্রহণকারী যেসব স্বেচ্ছাসেবক কফি খেয়ে নিয়েছেন তাদের এ ধরণের ব্যথা কম হয়েছে।
গবেষক দলটি আরো দেখতে পেয়েছেন, কফিতে ক্যাফিন নামে একটি উপাদান থাকে এবং সামান্য পরিমাণ ক্যাফিনও শক্তিশালী বেদনানাশক হিসেবে কাজ করতে পারে। 
ক্যাফিনকে সাধারণভাবে স্নায়ু উদ্দীপক উপাদান হিসেবে মনে করা হয়। অ্যাসপিরিন বা প্যারাসিটামল জাতীয় ওষুধের বেদনানাশক ক্ষমতা বাড়ানোর জন্য এরইমধ্যে স্বল্প মাত্রায় ক্যাফিন যোগ করা হয়েছে।
এর আগের কিছু কিছু গবেষণায় দেখা গেছে, লিভার ক্যান্সার, অ্যালজাইমার এমনকি স্ট্রোক ঠেকাতে সহায়তা করে কফি। কিন্তু কফির বেদনানাশক ক্ষমতা নিয়ে গবেষণা হয়েছে খুবই কম। 
কফি নিয়ে  গবেষণার এ ফলাফল 'বিএমসি রিসার্চ নোট' নামক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।# 
রেডিও তেহরান/সমর/এমআই/৭
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. shateebd.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger