Home » » কনডম এবং পিল এর ব্যবহারঃ-

কনডম এবং পিল এর ব্যবহারঃ-


সেক্সের Precaution হিসেবে অবশ্যই কনডম ব্যবহার করা উচিত। তবে অনেকেই কনডমের সঠিক ব্যবহার জানেন না। যদি মনে করে থাকেন আপনার গার্লফ্রেন্ড কোন সেফ অর্থাৎ কোন যৌন রোগে ভুগছেন না তবে পেনিস ঢুকানোর সময় কিছুক্ষণ কনডম ছাড়া ঢুকাবেন। যখন বুঝতে পারবেন আপনার বীর্যপাতের সময় এগিয়ে আসছে তখন কনডম পড়ে নিন। আর অন্যান্য ক্ষেত্রে যএমন কলগার্লের সাথে সেক্সের সময় অবশ্যই শুরুতেই কনডম পড়ে ন
েবেন। কনডম কেনার সময় ডটেড কনডম এবং টাইটার ফিটিং কিনতে চেষ্টা করুন। এতে গার্লফ্রেন্ড তৃপ্ত হবেন বেশি। বর্তমানে সেনসেশন ক্ল্যাসিক  কনডম এবং তাদের বিভিন্ন ফ্লেভারড যেমন
চকলেট, স্ট্রবেরী ইত্যাদি কনডম গুলো বেশ ভালো। তাছাড়া U&ME কনডমও ভালো।

কনডম পড়লে সেক্সের সত্যিকার উত্তেজনাময় মজাটা অনেকটা কমে যায় বলে অনেকে কনডম ব্যবহার করতে চান না। যদি আপনি গার্লফ্রেন্ডের সাথে দুই বা তিন মাসে একবার সেক্স করে থাকেন তবে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করতে পারেন। এক্ষত্রে আপনার গার্লফ্রেন্ডকে অবশ্যই সেক্সের ৭২ ঘণ্টার মধ্যে পিলটি খেয়ে নিতে হবে। তবে এই ধরণের পিল অতিরিক্ত সেবনে ভবিষয়তে প্রেগনেন্সিতে সমস্যা দেখা দিতে পারে। পিলের মধ্যে I-PILL, FEMICON এই দুটি বেশ কার্যকর।

যদি মনে করেন নতুন কিছু জানতে পারছেন তবে লাইক দিন। শেয়ার করুন। এবং দয়া করে আমাদের মেম্বার বাড়াতে সহায়তা করুন
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. shateebd.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger