Home » » ফেসবুকে পরিবর্তন আসছে !

ফেসবুকে পরিবর্তন আসছে !


বার্লিন, ২৩ ডিসেম্বর: ফেসবুক কী? এই প্রশ্ন এখন আর শোনা যায় না৷ ইন্টারনেট সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইট এখন মিশে গেছে মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গে৷ ভালোবাসার আদান-প্রদান কিংবা আন্দোলনের ডাক, সবক্ষেত্রে ফেসবুকই সহায়৷
আবার ফেসবুক ব্যবহারকারীদের মাথাব্যথারও অন্ত নেই৷ তাদের চিন্তা, ছলে-বলে-কৌশলে ফেসবুক আবার গোপনীয় তথ্যগুলো অন্যের হাতে তুলে দিচ্ছে না তো? বিশেষ করে ইউরোপ, আমেরিকার নাগরিকরা নিজেদের পছন্দ-অপছন্দ, ব্যক্তিগত অনেক কিছু নিজেদের মধ্যে কিংবা বন্ধু-বান্ধবের একটি নির্দিষ্ট পরিমণ্ডলের মধ্যে রাখতে পছন্দ করেন৷ এসব দেশে তথ্য সুরক্ষা আইনও কঠোরভাবে পালন করা হয়৷কিন্তু ফেসবুকে দেয়া ব্যক্তিগত বিভিন্ন তথ্য কতটা ব্যক্তিগত থাকছে, তাই নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে অনেকের মনে৷ তাছাড়া ফেসবুক কয়েকদিন পরপরই বিভিন্ন পরিবর্তন আনে৷ হালে যোগ হচ্ছে টাইমলাইন৷ এই টাইমলাইন সাইটটির সৌন্দর্য বাড়াচ্ছে, এটা মানতেই হবে৷ অনেক ব্যবহারকারীও টাইমলাইনকে লুফে নিচ্ছেন৷ কিন্তু উদ্বিগ্ন অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা৷ কেননা, সাইটটির তথ্য সুরক্ষা ব্যবস্থা ক্রমশই জটিল আকার ধারণ করছে।ফেসবুকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, মানে আপনি যা কিছু সেখানে শেয়ার করছেন- সেটা দুই লাইনের মন্তব্য, ছবি বা ভিডিও যাই হোক না কেন, তা কে দেখছে কিংবা কে দেখছে না, তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা চাই আপনার৷ কেননা, আপনার পছন্দ-অপছন্দ বিজ্ঞাপনদাতাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে৷ তাই এসব বিষয় বিজ্ঞাপনদাতাদের কাছে গেলে, আপনার বিরক্তি বাড়তে পারে৷তাছাড়া ব্যক্তিগত ছবি, ভিডিও-যেগুলো আপনি নেহাত ব্যক্তিগত পরিমণ্ডলে প্রদর্শন করছেন, সেটাও যাতে সেই পরিমণ্ডলের বাইরে চলে না যায়, তাও নিয়ন্ত্রণে রাখা জরুরি৷আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা দফতরের চাপের মুখে ফেসবুক এবার নিরাপত্তা রীতিনীতি আরো স্বচ্ছ এবং সহজ করতে সম্মত হয়েছে৷ সংস্থাটির ওয়েবসাইটে চেহারা শনাক্তের যে ব্যবস্থা রয়েছে, সেটির ওপর ব্যবহারকারীদের পূর্ণ অধিকার দেবে৷ এতে করে কেউ না চাইলে, তার চেহারাও সনাক্ত করতে যাবে না ফেসবুক৷ এছাড়া সাইটটি থেকে ব্যক্তিগত তথ্য মোছা এবং ফিরিয়ে আনার ক্ষেত্রে যে নিয়মনীতি চালু আঝে, তাতেও পরিবর্তন আনবে ফেসবুক৷ একই সঙ্গে যারা ফেসবুক ব্যবহার করেন না, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহের ক্ষেত্রেও আরো সতর্ক হবে ফেসবুক৷বলা বাহুল্য, আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য৷ ফলে আইরিশদের চাপে যে পরিবর্তন সংস্থাটি আনবে, সেটা ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা অধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হতে হবে৷ তাই ফেসবুকের নিয়মনীতিতে যে পরিবর্তন আসবে, সেটা প্রযোজ্য হবে ইইউভুক্ত সব দেশের ক্ষেত্রেই৷ সূত্র: ওয়েবসাইট।
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. shateebd.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger