Home » » ৬ বছরেই কম্পিউটার বিশেষজ্ঞ বাংলাদেশী শিশু !

৬ বছরেই কম্পিউটার বিশেষজ্ঞ বাংলাদেশী শিশু !


মাত্র ছয় বছর বয়সে বিশ্বের সেরা কম্পিউটার বিশেষজ্ঞ শিশু হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে বাংলাদেশের শিশু ওয়াসিক ফারহান রূপকথা। নিজের নাম ‘রূপকথাকে’ সার্থক প্রমাণ করতেই যেন মাত্র দু’বছর বয়সে তার মায়ের পিসি রপ্ত করে নেয়  রূপকথা। মাইক্রোসফট ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গত জানুয়ারিতে ছয় বছরে পদার্পণ করা এই শিশুর দক্ষতার স্বীকৃতি দেবে বলে আশা করছে সে ও তার পিতা-মাতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, মাত্র এক থেকে দু’বছর বয়সের মাঝামাঝি সময় থেকে কম্পিউটারের প্রতিভার ঝলক দেখাতে শুরু করে রূপকথা। খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় কিছু ভিডিও গেমসে দক্ষতা অর্জন করে সে। যার মধ্যে রয়েছে মডার্ন ওয়ার ফায়ার ও মেটাল গিয়ার সলিডের মতো গেমসগুলো। মাত্র তিন বছর বয়সে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে শুরু করে ওয়াসিক। তখন থেকেই সে জানে কিভাবে প্রোগ্রাম সেট করতে হয় ও গেম ইমুলেটর ডাউনলোড করতে হয়। 
মা সিনথিয়া রিশার সাথে রূপকথা
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. shateebd.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger